স্যামসাং আনছে ‘গ্যালাক্সি এস৬’
মাইড্রাইভার্স ডটকম নামের একটি ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন স্মার্টফোনের ঘোষণা দেবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠানটি। এ বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির ঘোষণা দিয়েছিল স্যামসাং।
কী থাকবে এস৬ স্মার্টফোনটিতে? প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, এস৬ স্মার্টফোনটিতে থাকবে ৫.৩ ইঞ্চি মাপের ফোরকে (২১৬০ বাই ৩৮৪০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে। প্রযুক্তি বিশ্লেষকেরা অবশ্য বলছেন, এ তথ্য যদি সত্যি হয়, তবে তা বর্তমানে এস৫ স্মার্টফোনে থাকা ৫.১ ইঞ্চি মাপের সুপার অ্যামোলেড ডিসপ্লের (১০৮০বাই ১৯২০ পিক্সেল) ফুল এইচডি রেজুলেশনের চেয়ে অনেক উন্নত হবে।
বিশ্লেষকেরা ধারণা করছেন, এস৬ স্মার্টফোনে আইরিশ স্ক্যানার যুক্ত করতে পারে স্যামসাং। এর আগে অবশ্য এস৫ স্মার্টফোনে আইরিশ স্ক্যানার আসতে পারে এমন গুজব থাকলেও তা সত্যি হয়নি। এস৬ স্মার্টফোনে যুক্ত হতে পারে ৬৪ বিটের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর ও চার গিগাবাইট র্যাম। এ ছাড়া ধাতব কাঠামোর নতুন স্মার্টফোনটির পেছনে যুক্ত হবে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা।
প্রসঙ্গত, এস৫ স্মার্টফোনটির আপগ্রেড সংস্করণ হতে পারে এস৬। বর্তমানে বাজারে থাকা এস৫ স্মার্টফোনটিতে এ বছরের ডিসেম্বর মাস থেকে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ললিপপ আপগ্রেডের সুবিধা দিতে পারে স্যামসাং।